ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির জন্মই হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য: নিখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
বিএনপির জন্মই হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য: নিখিল

নওগাঁ: জিয়াউর রহমান বাংলাদেশের যুবসমাজ ও ছাত্রসমাজকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।  

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের দল।

বিএনপির জন্মই হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য।  

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবলীগের সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তারা যুবসমাজ, ছাত্রসমাজকে ধোঁকা দিয়েছেন। ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। গরিব, দুঃখী-মেহনতি মানুষের ছেলে-মেয়েরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হত তখন ছাত্রদলের ব্যানার নিয়ে শিক্ষার্থীদের অপকর্মের পথ দেখাত।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, আজকে তারা (বিএনপি) আবারও নতুন করে ‘তারুণ্যের’ সমাবেশ করছে। এটি তারুণ্যের সমাবেশ নয়; এটি যুবসমাজকে ধ্বংস করার সমাবেশ। তারই কাউন্টার হিসেবে ‘তারুণ্যের জয়যাত্রা’ এই স্লোগান নিয়ে আমরা মাঠে এসেছি। আমরা তরুণ সমাজ ও ছাত্রসমাজকে জাগ্রত করতে চাই। বিএনপি অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টিকারী দল। ২০০৫ সালে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ঘটিয়েছিল বিএনপি। একথা দেশের মানুষ ভুলে যায়নি।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুজ্জামান সাগরের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দরা।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।