ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
চকবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর চকবাজার উর্দু রোডে বিদ্যুতের তার ছিঁড়ে শরীরের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব (১৯) নামে এক কাভার্ডভ্যান হেল্পারের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) দিনগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিপ্লব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

হাসপাতালে নিয়ে যাওয়া কাভার্ডভ্যান চালক একরামুল হক সুমন জানান, তারা চট্টগ্রাম থেকে প্লাস্টিকের দানা নিয়ে রাতে চকবাজার যান। সেখানে গাড়ি থেকে মালামাল নামানোর জন্য রাস্তার পাশে গাড়িটি পার্ক করে হেঁটে কিছুটা সামনের দিকে যান। আর গাড়িতে বসা ছিল বিপ্লব। এর কিছুক্ষণ পরেই তার গাড়ির সামনে হইচই শুনতে পান তিনি। তখন গাড়ির কাছে গিয়ে দেখেন, গাড়ির সামনে রাস্তার ওপর পড়ে আছে বিপ্লব। তখন জানতে পারেন, রাস্তার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে বিপ্লবের শরীরে পড়েছে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় জানান, ৪০ নম্বর উর্দু রোডে বিদ্যুতের তার ছিড়ে শরীরের ওপর পড়ে কাভার্ডভ্যানের হেল্পারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।