ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাসিকের বৃক্ষ রোপণের স্থানে মশার লার্ভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
নাসিকের বৃক্ষ রোপণের স্থানে মশার লার্ভা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ফুটপাতে বৃক্ষ রোপণের স্থানে ময়লা পানি জমে সেখানে মশার লার্ভা দেখা গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

বুধবার (১২ জুলাই) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকালে শহরের দুই নম্বর রেলগেট এলাকার আলমাস পয়েন্টের সামনে নাসিকের ফুটপাতে এমন দৃশ্য দেখা গেছে।

চারিদিকে ডেঙ্গুর প্রকোপ থাকায় এতে চরম শঙ্কা প্রকাশ করেছেন নগরবাসী।

স্থানীয় রহমান মিয়া জানান, এটি দুইদিন আগে বৃষ্টির পানি। এখানে পানি জমে আছে। এর মধ্যে আগে থেকে হয়তো ময়লা ছিল। এখন দেখা যাচ্ছে মশার লার্ভা। চারিদিকে এমনিতেই ডেঙ্গুর মধ্যে এ অবস্থা দেখে ভয়ই পাচ্ছি। এর নগরবাসী যেখানে সেখানে ময়লা ফেলে আরও বিপদে ফেলছে আমাদের। এখনি নাসিক কর্তৃপক্ষ সতর্ক না হলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে।

একই কথা জানান আরেক বাসিন্দা বোরহান। তিনি বলেন, চারিদিকে ডেঙ্গুর এ পরিস্থিতিতে নাসিকের এখনই সতর্ক হওয়া উচিত। ফুটপাতজুড়ে বিভিন্ন স্থানে এমন লার্ভার দেখা মিলছে। পুরো বঙ্গবন্ধু সড়কে এমন চিত্র দেখেছি আমি।

তবে এ ব্যাপারে কথা বলতে নাসিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।