ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে মিলল নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে মিলল নারীর মরদেহ

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার ফুটওভার ব্রিজের নিচে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে মরদেহউদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার জানান, খবর পেয়ে সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে ফুটপাত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।