ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২৯ জুলাই

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২৯ জুলাই

ঢাকা: দেশের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নে জনসচেতনতা বাড়াতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড’।

আগামী ২৯ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের ইন্সটিটিউট অব আর্কিটেকচার-বাংলাদেশে এটি অনুষ্ঠিত হবে।

পরিবেশ বিজ্ঞান স্নাতকদের নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি’ এ অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অলিম্পিয়াড অংশ নিতে পারবেন।

অলিম্পিয়াডে কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনটি জানিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস (১৯৭২-২০২৩), রিও আর্থ সামিট, জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সংস্থা, বাংলাদেশ প্রচলিত পরিবেশ আইন ও নীতিমালা, নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ব্লু ইকোনমি এবং ক্লাইমেট স্মার্ট সিটি, প্রাকৃতিক দুর্যোগ, ও দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বাংলাদেশ।

এছাড়াও থাকবে পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ-বায়ু, পানি, নদী, শব্দ, প্লাস্টিক, বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশগত হুমকি ও গৃহীত পদক্ষেপগুলো।

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়েরের সভাপতিত্বে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটি পরিচালক এফ এম আশরাফুল আলম।

বাংলাদেশ সময়: ১২৫৩, জুলাই ১২, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।