ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির নিয়ন্ত্রণকক্ষ চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির নিয়ন্ত্রণকক্ষ চালু কথা বলছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহ করা ডেঙ্গুরোগীর তালিকা অনুযায়ী রোগীর বাড়ির আঙ্গিন ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা, ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মশক নিয়ন্ত্রণে নিয়মিত অন্যান্য কার্যক্রম পরিচালনা ও তদারকির লক্ষ্যে এই নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিয়ন্ত্রণকক্ষের কার্যক্রম উদ্বোধন করেন।  

এ সময় তিনি এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানাতে জনগণকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ জানান।

উদ্বোধনের পর মেয়র তাপস স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা ডেঙ্গুরোগীর তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুরোগীর বাড়ির ছাদ থেকে আঙ্গিনা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংযুক্ত হয়ে সরাসরি ফেসবুক লাইভে নির্দেশিত কার্যক্রম মনিটরিং করেন তিনি।

মেয়র বলেন, ‘এডিস মশার বিস্তার প্রতিরোধের জন্য আজ থেকে আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালু করলাম। এই নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা সরাসরি তদারকি করবো। ’

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।