ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ১৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
খিলগাঁওয়ে ১৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

এর আগে বুধবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- মো. মনির হোসেন ও মো. হৃদয় ওরফে অন্তর।

শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে মাদকদ্রব্য বহন করে একটি কাভার্ড ভ্যান মালিবাগ রেলগেট হয়ে খিলগাঁও ফ্লাইওভারের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আনসার ও ভিডিপির সদর দপ্তরের যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানটি সেখানে পৌঁছালে মনির ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ড ভ্যান থেকে ১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামিরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সেগুলো ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি ও সরবরাহ করতেন।

তাদের নামে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।