ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ক্রেন থেকে লোহার সরঞ্জাম পড়ে শ্রমিকের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
যাত্রাবাড়ীতে ক্রেন থেকে লোহার সরঞ্জাম পড়ে শ্রমিকের মৃত্যু 

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি লোহার কারখানায় ক্রেন ছিড়ে মাথায় লোহা পড়ে আব্দুল খালেক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

খালেকের সহকর্মী ইয়াছিন আরাফাত জানান, কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় একটি লোহার কারাখানায় তারা কাজ করেন। সেখানে নাট-বোল্টসহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরি হয়। দুপুরে খালেক ফ্লাটবারসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্রেনের মাধ্যমে গাড়িতে ওঠাচ্ছিলেন। এ সময় ক্রেন ছিড়ে মালামাল খালেকের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খালেক কোনাপাড়া এলাকায় থাকলেও তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।