ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ছয়দিন ধরে নিখোঁজ উজিরপুরের যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ছয়দিন ধরে নিখোঁজ উজিরপুরের যুবক

বরিশাল: নিখোঁজ হওয়ার ছয়দিন পার হলেও হদিস মেলেনি বরিশালের উজিরপুর উপজেলার সাইফুল ইসলাম মোল্লা বাবুর (৩৫)।

বাবু উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের বাসিন্দা।

তিনি চট্টগ্রামের একটি বেসরকারি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বাংলানিউজকে বলেন, এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন মর্মে শুক্রবার (১৪ জুলাই) একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবারটি। আমরা তদন্ত করে দেখছি।

নিখোঁজ বাবুর ভাই জাইদুল ইসলাম মিঠু জানান, সোমবার (১০ জুলাই) রাতে আমাদের গ্রামের বাড়ি থেকে প্রশাসনের পরিচয় দিয়ে আমার ছোট ভাইকে নিয়ে যায়। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টায় বাবুর মোবাইল নম্বর থেকে বড় ভাই তারিক বিন হকের মোবাইল নম্বরে ফোন কল আসে। বাবু শুধু এটুকু বলে আমি স্যারদের সঙ্গে আছি। কোনো অসুবিধা নেই। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

আমরা থানা, র‌্যাব ও ডিবি অফিসেও খোঁজ নিয়েছি। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। জিডি করার পর থানা থেকে তার মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করেছে বরিশাল নগরের কাশিপুর এলাকায়।

নিখোঁজ বাবুর স্ত্রী সুরাইয়া আক্তার বলেন, সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে দুইজন লোক এসে তাকে (বাবুকে) গাড়িতে করে তুলে নিয়ে যায়। তারা বলে একটি তথ্য জেনে আবার দিয়ে যাবো। আজ পাঁচ দিন হয়ে গেলো আমার স্বামীকে কেউ ফিরিয়ে দিয়ে যায়নি। আমরা চরম আতঙ্কে দিন পার করছি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।