ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কানাইপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
কানাইপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী  নিহত

ফরিদপুর: ফরিদপুর সদরের কানাইপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের বদরপুরের মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২২) ও জেলার বোয়ালমারীর সাগর (২৫)। নিহত সাগরের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।  

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল বাগেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুর অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘট। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিরাজ নিহত হন। এ সময় আরেক আরোহী সাগরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।