সাভার (ঢাকা): রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতে বেড়েছে যানজট।
ভুক্তভোগীরা বলছেন, পুলিশের তল্লাশির কারণে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ চার কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরে ধীরে। যে কারণে যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টার পর থেকে সড়কটির রাজধানীমুখী লেনে যানজট শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে আমিনবাজার থেকে বরিয়াপুর পর্যন্ত যানজট লক্ষ্য করা গেছে। এটি আরও বাড়বে।
সরজমিনে দেখা গেছে, সড়কে বিভিন্ন বাস, প্রাইভেটকার, মাইক্রবাস ও মোটরসাইকেলের যাত্রীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের মোবাইল ফোনও তল্লাশি করা হচ্ছে। ফলে পেছনে থাকা পরিবহনগুলোর জটলা তৈরি হয়ে যানজটের রূপ নিচ্ছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লা হিল কাফী বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিরুলিয়া, আশুলিয়ার ধউর, জিরানী, জিরাবো ও বাইপাইল এলাকায় চেকপোস্ট কার্যক্রম চলছে। আজ ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে তাই তল্লাশিতে জোর দিয়েছি। আমরা সড়ক স্বাভাবিক রাখতে চেষ্টা করছি। সড়কে যানজট চলছে।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ২৮ জুলাই, ২০২৩
এসএফ/এমজে