ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে টয়লেটে মিললো ২ কোটি টাকার স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
শাহজালালে টয়লেটে মিললো ২ কোটি টাকার স্বর্ণ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৮৯০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা।

শুক্রবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনারের (প্রিভেন্টিভ) নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে এ অভিযান চালায়।

এ সময় এয়ারপোর্টের টিজি আর গুদাম সংলগ্ন ওয়াশরুম ও টয়লেটে অভিযান চালায় দলটি। সেখানে টয়লেটের পানি নির্গমনের গর্তে পরিত্যক্ত অবস্থায় নীল রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় আটটি ডিম্বাকৃতি স্বর্ণ সদৃশ বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেন সেগুলোতে স্বর্ণ রয়েছে। পরে নিশ্চিত হওয়ার জন্য রাজধানীর দক্ষিণ বনশ্রীর নন্দী জুয়েলার্সের কস্টি পাথর ও অ্যাসিড দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪ ক্যারেট পেস্ট আকৃতির ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। বিশেষজ্ঞ মতামত অনুযায়ী, প্রতি ১০০ গ্রামে ৯ দশমিক ৫০ গ্রাম থেকে ১০ গ্রাম তরল বাষ্পীভূত হওয়ায় স্বর্ণের ওজন হ্রাস পেতে পারে। যার ফলে স্বর্ণের ওজন দাঁড়াবে ১ কেজি ৮৯০ গ্রাম।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।