কক্সবাজার: স্বাস্থ্যের প্রতি সবাই যত্নবান না হলে জীবনে অনেক সমস্যার সম্মুখিন হতে হবে। আমাদের মনে রাখতে হবে ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’।
শুক্রবার (২৮ জুলাই) সকালে কক্সবাজারের রামুর রাংকূট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এসব কথা বলেন।
ডা. অনুপম বড়ুয়া এ উদ্যোগের প্রশংসা করে সোশ্যাল এইডকে ধন্যবাদ জানিয়ে বলেন, তৃণমূলে স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ধরনের ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের গুরুত্ব অপরিসীম।
সোশ্যাল এইড এর চেয়ারম্যান প্রসূন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের জ্ঞানসেন ভিক্ষু, রাংকূট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া প্রমুখ।
স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা আক্তার মীম ও ডা. কীর্তি রাজ দে।
সোশ্যাল এইড এর জেনারেল সেক্রেটারী নুরুর আজিমের সঞ্চালনায় স্বাস্থ্য ক্যাম্পে সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রোজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মো. ইসহাক সোহেল ও প্রোগ্রাম ম্যানেজার নাসির উদ্দিন।
দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে তৃণমূলের দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, জুলাই ২৮, ২০২৩
এসবি/টিসি