সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সালেহ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) ভোরে সদর ইউনিয়নের উনাই হাওরে এ ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামলী বণিক জানান, ডাকাত সন্দেহে লাবু, আলীর গ্রাম ও দেওয়ার গ্রামের লোকজন ওই যুবককে গণপিটুনি দেন। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম খান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালেহ আহমদ কুখ্যাত গরু চোর দাবি করে পুলিশ জানায়, তিনি চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে বিভিন্ন থানায় চুরি, মারামারির ঘটনা, নারী ও শিশু আইনে ছয়টি মামলা রয়েছে। এছাড়া গোয়াইনঘাট থানার একটি চুরি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুটি রামদা জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এনইউ/আরবি