ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশাল বোর্ডে কমেছে জিপিএ-৫’র সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বরিশাল বোর্ডে কমেছে জিপিএ-৫’র সংখ্যা

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের ফলাফল ২০২২ সালের চেয়ে কিছুটা ভালো।

কেননা, গতবার এসএসসিতে পাশের হার ছিল ৮৯ দশমিক ৬১।

শুক্রবার (২৮ জুলাই) ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছরের চেয়ে এবার জিপিএ-৫’র সংখ্যা অনেকটাই কমেছে। গত বছর ৯ হাজার ৭৬৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল; এবার সে সংখ্যা ৩ হাজার ৪৫৭। সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১টি।

এ বছর ৪৫ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৪৩।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।