ঢাকা: অবিলম্বে ঢাকা-জারিয়া আন্তঃনগর ট্রেন চালু ও জারিয়া-দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছে নেত্রকোনা জেলার বাসিন্দারা।
সোমবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এসব দাবি জানান।
যৌথভাবে মানববন্ধনটি আয়োজন করে পূর্বধলা সমিতি-ঢাকা, সুসং দুর্গাপুর সমিতি-ঢাকা, কলমাকান্দা সমিতি-ঢাকা, শ্যামগঞ্জ সমিতি-ঢাকা ও নেত্রকোনা জেলা সমিতি-ঢাকা।
এতে দিবোলোক সিংহ, অজয় সাহা, মতিউর রহমান, অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী, আবু নাসের খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মোস্তফা নুরুল আলম, সানাউল হক, কবব এমদাদ খান, সাংবাদিক মজিবুর রহমান খানসহ নেত্রকোনা জেলার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপুর মোটা বালি, চিনামাটি, নুড়ি পাথরের জন্য সারাদেশে সুপ্রসিদ্ধ। সম্ভাবনাময় দুর্গাপুর-কলমাকান্দার অবহেলিত পর্যটন খাতকে বিকশিত এবং ওই অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হলে ঢাকা-জারিয়া রুটে অবিলম্বে আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। পাশাপাশি জারিয়া-দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করতে হবে।
এ সময় তারা বিষয়টি দেখার জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসসি/আরবি