ঢাকা: রাজধানীর মিরপুরে দুই বাসের চাপায় জিসান (১৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। সে মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুরগামী পরিস্থান বাসের হেলপার ছিল।
রোববার (৬ আগস্ট) সকালে মিরপুর-১ নম্বর চাইনিজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জিসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিসান ভোলার বোরহানউদ্দিন উপজেলার মো. মনির হোসেনের ছেলে। বর্তমানে সে পরিবারের সঙ্গে মিরপুর শ্যাওড়াপাড়া এলাকায় থাকত।
হাসপাতালে পরিস্থান বাসের আরেক চালক তোফাজ্জল হোসেন জানান, সকালে পরিস্থান বাসটি আব্দুল্লাহপুর থেকে মোহাম্মদপুর যাচ্ছিল। সেই বাসের হেলপার ছিল জিসান। বাসটি মিরপুর-১ নম্বর চাইনিজের বিপরীত পাশে যাত্রী তুলছিল।
এমন সময় প্রজাপতি কোম্পানির একটি বাস তাদের পাশাপাশি চলে আসে। তখন পরিস্থান বাসটি চলতে শুরু করে। এ সময় জিসান বাসে উঠতে গেলে দুই বাসের মাঝে চাপা পড়ে।
তোফাজ্জল আরও জানান, গুরুতর আহত অবস্থায় জিসানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ঘটনার পরপরই বাস দুটি (পরিস্থান ও প্রজাপতি) জব্দ করা হয়। সেই সঙ্গে দুই চালককেও আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এজেডএস/এমএইচএস