ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মানবপাচারকারী চক্রের হোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
মানবপাচারকারী চক্রের হোতা আটক

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. এমদাদ ব্যাপারীকে (৬৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ আগস্ট) রাতে কেরানীগঞ্জের গদারবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ইতালি পাঠানোর কথা বলে প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন এমদাদ।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, এমদাদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও তিনি তার চক্রের যোগসাজশে উচ্চ বেতনে চাকরি প্রলোভনে ইতালি পাঠানোর কথা বলে অর্ধ-শতাধিক যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরে ভিকটিমদের ইতালিতে পাঠানোর পরিবর্তে লিবিয়াতে পাঠিয়ে ভিকটিমদের জিম্মি করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে আরও অর্থ আদায় করতেন চক্রের সদস্যরা।

এমদাদের নামে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।