ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: সভা-সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদ এবং নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী।

রোববার (৬ আগষ্ট) সকালে নগরীর সানকিপাড়া রেলক্রসিং মোড় থেকে জিলাস্কুল মোড় এলাকা পর্যন্ত মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান শামীম, ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখার সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এই তথ‍্য নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় সুযোগ বুঝে তারা এই ঝটিকা মিছিলটি করে। তবে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যার পর নগরীর জিলাস্কুল মোড় থেকে নতুন বাজার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াত। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি নাশকতার মামলা করা হয়। ওই মামলায় ইতোমধ্যে পুলিশ গত ১ আগস্ট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৯ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।