ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নিজ ঘরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ঝিনাইদহে নিজ ঘরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ  ইয়াছিন সরকার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে নিজ ঘর থেকে ইয়াছিন সরকার (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ আগস্ট) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ইয়াছিন সরকার ওই গ্রামের ইউনুছ সরকারের ছেলে।  

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, কয়েকদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে তার বাবার কাছ থেকে টাকা নেন ইয়াছিন। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।  

এদিকে ইয়াছিনকে টাকা দেওয়া পরে সপ্তাহখানেক হলো তারা বাবা-মা ঝিনাইদহ শহরে আরেক ছেলের বাসায় বেড়াতে যান। রোববার সকালে পথচারীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে গ্রামবাসীকে জানায়। পরে তারা নিহত ইয়াছিনের বাবা ইউনুছ সরকারকে খবর দেন।  

খবর পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, চন্ডিপুর গ্রামে ঘরের ভেতরে যুবকের মরদেহ পড়ে আছে এমন খবরে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।