ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ভবন থেকে গৃহকর্মী পড়ে আহতের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
মোহাম্মদপুরে ভবন থেকে গৃহকর্মী পড়ে আহতের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসার আটতলা থেকে রহস্যজনকভাবে পড়ে শিশু গৃহকর্মী ফেরদৌসী আহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় গৃহকর্তা ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক (৫৬) ও তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৬) এবং শিশুটিকে যিনি ওই বাসায় এনে কাজে দিয়েছিলেন আসমা আক্তার শিল্পী (৫১) নামে ওই নারীসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে।

রোববার (০৬ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভুঞা।

তিনি বলেন, শুক্রবার (০৪ আগস্ট) রহস্যজনকভাবে আটতালা থেকে পড়ে গৃহকর্মী ফেরদৌসী আহত হয়। এ ঘটনায় শিশুটির মা জোসনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মামলায় হেফাজতে রেখে ব্যক্তিগত কাজে নিয়োজিত করে নির্যাতন ও অবহেলায় শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির অভিযোগ আনা হয়েছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।