ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রেন থেকে তেল চুরি করে বিক্রি, গ্রেপ্তার ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
ট্রেন থেকে তেল চুরি করে বিক্রি, গ্রেপ্তার ২

পাবনা (ঈশ্বরদী): রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী যাত্রীবাহী 'কমিউটার এক্সপ্রেস' ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

রোববার (০৬ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ের রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে তেল চুরি করে বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আসামিরা হলেন বগুড়া জেলার আদমদিঘী থানার ছাকনী গ্রামের মৃত তাহের সরদারের ছেলে ও রেলওয়ে কর্মচারী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেসের পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) এবং নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (৪৫)।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের বিভিন্ন স্টেশনে অসাধু কিছু রেলওয়ে কর্মচারী ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরি করে গোপনে বিক্রি করে আসছিল। রোববার সন্ধ্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার রাজশাহীর একটি টিম সাদা পোশাকে রাজশাহী থেকে ঈশ্বরদী অভিমুখী আন্তঃনগর 'কমিউটার এক্সপ্রেস' ট্রেনে যাত্রা করি। ট্রেনটি রাজশাহী-ঈশ্বরদী রেলপথের আজিমনগর রেল স্টেশনে পৌঁছালে রেলওয়ে কর্মচারী পাওয়ার কারের ড্রাইভার হেলালের হাত থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ স্টেশনে দাঁড়িয়ে থাকা রোকনের কাছে দেওয়ার সময় আমরা হাতেনাতে আটক করি। এ সময় ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে তাদের ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কারাগারে নিয়ে আসা হয়।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বাংলানিউজকে জানান, চুরি করে তেল বিক্রির ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ের জিআরপি থানার অভিযোগ দিয়েছে। মামলাটি রুজু করে সোমবার (০৭ আগস্ট) সকালে তাদের জেলা আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।