ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি: জেলার কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (০৬ আগস্ট) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জেলার আটটি উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগের প্রধান মাধ্যম হলো নৌকা (ইঞ্জিন চালিত)। যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে এবং কাজের গতি স্বাভাবিক করতে আবারও কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সোমবার (০৭ আগস্ট) থেকে হ্রদে নৌ-চলাচল করতে পারবে।

তবে পর্যটকবাহী নৌকা চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামায় জানমালের ক্ষতি এড়াতে শনিবার (০৫ আগস্ট) ভোর থেকে হ্রদে নৌ-চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।