বরগুনা: জেলার পাথরঘাটায় ১১ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
রোববার (০৬ আগস্ট) বিকেলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা গ্রামের মৃত তনু মিয়ার ছেলে জালাল মিয়া (২৪) ও একই এলাকার জমির আলীর ছেলে মো. রফিকুল বিহারী (৩০) এবং তার স্ত্রী হাজেরা বেগম (২৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (০৬ আগস্ট) আনুমানিক সকাল ৯টার দিকে পাথরঘাটার কাকচিড়া লঞ্চঘাট সংলগ্ন জনৈক ফোরকান হাওলাদারের খাবারের হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাত ব্যক্তিরা গাঁজা কেনা-বেচার জন্য অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা দুই জন পুরুষ এবং এক জন নারীকে আটক করেন।
এতে বলা হয়, জিজ্ঞাসাবাদে আটক আসামিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছেন। তাদের কাছে থেকে তিনটি মোবাইল, ছয়টি সিমকার্ড এবং ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা।
উদ্ধার করা আলামতসহ আটক আসামিদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) একটি মামলা দায়ের করেছে, যার মামলা নং-০৪।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসআইএ