ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

টানা বৃষ্টিতে সড়কে পানি, যানজটের ভোগান্তিতে মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
টানা বৃষ্টিতে সড়কে পানি, যানজটের ভোগান্তিতে মানুষ

রাত থেকেই নগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঝে মাঝে বাড়ছে বৃষ্টির মাত্রাও।

টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। যার কারণে ধীর গতিতে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। সৃষ্টি হচ্ছে যানজট। আর এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘর থেকে বের হওয়া মানুষদের।

সড়কে জমে থাকা পানির কারণে যানজট দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। এই সড়কে বিমানবন্দর থেকে শুরু হয়ে যানজট ছাড়িয়ে গেছে বনানী পর্যন্ত। কর্মদিবসে এমন যানজটে বিপাকে পড়েছেন অফিসমুখী মানুষেরা।

আলিম উদ্দিন, মহাখালীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। থাকেন বিমানবন্দরের উত্তরখানে। প্রতিদিন সকাল ৯টার দিকে বের হয়ে ১০টার অফিসে পৌছান। কিন্তু বিমানবন্দর থেকে আজ বাসে উঠতেই ১৫ মিনিট দেরি হয়ে গেছে। কিছু পথ আসার পর যানজটের মুখে তিনি। বনানী নৌ-বাহিনীর সদর দপ্তরের সামনে আসতেই ১০টা বেজে গেছে।

আলিম উদ্দিন বলেন, মাঝে মাঝে বিমানবন্দর, নিকুঞ্জ, স্টাফ রোডের ফ্লাইওভার ও বনানীতে যানজটের সৃষ্টি হয়। কিন্তু তা দ্রুত ছেড়ে দেয়। আজ যেন যানজট ছাড়ছেই না।

বিদেশগামী ভাইকে বিদায় জানাতে সকালে বিমানবন্দরে এসেছিলেন আলী আজগর। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দরে ১০ মিনিটের রাস্তায় তার সময় লেগে যায় প্রায় দেড় ঘন্টা।

তিনি বলেন, ভাগ্য ভালো সময় নিয়ে বের হয়েছিলাম। তা নাহলে বিপদে পরে যেতাম। বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কেই যানজাট। সড়কে কোথাও কোথাও পানি জমে ছিল।

উত্তরা-কমলাপুর উড়াল সড়কের কাজ চলমান থাকায় বিমানবন্দর, জোহার সাহারা ও বনানী সড়কে প্রায়ই বৃষ্টির পানি জমে যায়। যার কারণে বাসগুলোকে ধীর গতিতে চলতে হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
জেডএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।