ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

টগি ফান ওয়ার্ল্ডে ‘লেজার ট্যাগ’ প্রতিযোগিতায় তারুণ্যের মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
টগি ফান ওয়ার্ল্ডে ‘লেজার ট্যাগ’ প্রতিযোগিতায় তারুণ্যের মেলা ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আলোকরশ্মি খেলায় তরুণদের মধ্যে যুদ্ধজয়ের আনন্দ দিয়ে টগি ফান ওয়ার্ল্ডে পর্দা নামলো ওয়ারিয়র সেভেন ট্যাগনেস টুর্নামেন্টের আয়োজন।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ডে আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দেশসেরা ১২ লেজার ট্যাগ খেলোয়াড়।

লেজার ট্যাগ এমন একটি খেলা যেখানে প্রতিযোগীরা লেজার বন্দুক ব্যবহার করে একে অপরের ইলেকট্রনিক পোশাকে আলোকরশ্মি ছুড়ে লাইট নিভিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন কৌশলে নিজের পোশাকের লাইট রক্ষা করে।

লেজার ট্যাগ টুর্নামেন্টের এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন আশফাকুর রহমান, মাহির, এজাজ, আশিরো মজুমদার, পলাশ, মনিকা রহমান ও সাজ্জাদ মাশফি। চ্যাম্পিয়ন সাতজন পেয়েছেন ১ লাখ টাকা সমমূল্যের চ্যাম্পিয়নশিপ পুরস্কার।  

তরুণদের খেলাধুলার উৎসাহ দেওয়ার জন্য নিয়মিত লেজার ট্যাগ প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ভিআর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড।  

আয়োজকরা জানান, লেজার ট্যাগ এমন একটি খেলা যা সব বয়সের মানুষ উপভোগ করতে পারে। বিশেষ করে গেমিং প্লেয়ারকে দেবে সত্যিকারের যুদ্ধের স্বাদ।

অবসাদ কাটিয়ে যে কোনো বয়সীদের গেমিং লাইফকে সত্যিকারের অভিজ্ঞতা দিতে টগি ফান ওয়ার্ল্ড লেজার ট্যাগ প্রতিযোগিতা আয়োজন করে আসছে।

টগি ফান ওয়ার্ল্ডের কর্মকর্তাদের দাবি, গেমারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে গত ২১ জুলাই শুরু হওয়া এ আয়োজন।  

প্রতিবছর লেজার ট্যাগ টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ওয়ারিয়র সেভেন ট্যাগনেস টুর্নামেন্টটির অফিসিয়াল বেভারেজ পার্টনার ছিল নেসক্যাফে বাংলাদেশ।

লেজার ট্যাগসহ টগি ফান ওয়ার্ল্ডের প্রতিটি রাইডের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিকমানের। গেমস ও রাইডের সিংহভাগই ইউরোপ ও চীন থেকে আমদানিকৃত।  

আধুনিকায়নের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন নতুন রোমাঞ্চকর সব গেমস ও রাইড। যার সংখ্যা দেড় শতকেরও বেশি। সন্তানের সঙ্গী বাবা-মায়ের বিনোদনের উপযোগী আয়োজনও আছে টগি ফান ওয়ার্ল্ডে। যেন পুরো পরিবার একসঙ্গে মেতে উঠতে পারে জীবনের আনন্দে।

টগি ফান ওয়ার্ল্ডের অনলাইনে (toggifunworld.com) রয়েছে ই-টিকিটিং সুবিধা ও অন্যান্য তথ্য।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।