ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শনিবার (১২ আগস্ট) দিনগত রাতে পল্টন থানার কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ সুমন ও মো. বিল্লাল।

ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা জানান, একটি সংঘবদ্ধ মাদকচক্র দেশের সীমান্তবর্তী জেলা থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে বিক্রির জন্য পল্টন থানার কালভার্ট রোড এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় দুইজনকে গাঁজাসহ গ্রেপ্তার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এক লোকের কাছে বিক্রির জন্য গাঁজা সংগ্রহ করেছিল বলে জানা গেছে। তাদেরকে পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
পিএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।