ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বন্দরগুলো নিয়ে ১০০ বছরের মাস্টারপ্ল্যান তৈরির সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
বন্দরগুলো নিয়ে ১০০ বছরের মাস্টারপ্ল্যান তৈরির সুপারিশ

ঢাকা: নৌ-পরিবহন মন্ত্রণালয়কে ১০০ বছরের আমদানি-রপ্তানির বিষয়ে চিন্তা করে বন্দরগুলোকে নিয়ে মাস্টারপ্ল্যান তৈরির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২০ আগস্ট) জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে৷ কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, গোলাম কিবরিয়া টিপু এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশগ্রহণ করেন৷

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষকে ভবিষ্যতে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে উল্লেখ করে জমি অধিগ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে স্বল্প জমিতে অধিক কার্যক্রম নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এছাড়াও বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ বৈঠকে মন্ত্রণালয়কে ভবিষ্যতে ১০০ বছরের পণ্য আমদানি-রপ্তানি, রিজার্ভের বিষয়ে চিন্তা করে সব বন্দরগুলোকে নিয়ে সমন্বিতভাবে স্টাডি করার মাধ্যমে একটি মাস্টারপ্ল্যান তৈরির সুপারিশ করেছে।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।