সিরাজগঞ্জ: ভুয়া প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রাজস্ব খাতের সাড়ে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রায়হান কবিরকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক।
রোববার (২০ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট চৌহালী উপজেলার খাস কাউলিয়া পশ্চিম জোতপাড়া এলাকার বেল্লাল হোসেন নামে এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২-২৩ অর্থবছরে চৌহালী উপজেলা পরিষদের রাজস্বখাতের সাড়ে ১৪ লাখ টাকা ৮টি ভৌতিক প্রকল্প দেখিয়ে উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার ও সাবেক ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম টাকা উত্তোলন করেছেন। তারা নামে বেনামে প্রকল্প কমিটি তৈরি করে এসব টাকা আত্মসাৎ করেছেন।
এ নিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসক।
** ভুয়া প্রকল্পে রাজস্ব খাতের সাড়ে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
আরএ