সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় চিরকুট লিখে সমকামী আখ্যা দিয়ে গোলাম কিবরিয়া (৪৫) নামে সাবেক এক শিক্ষককে হাত-পা বেঁধে হত্যা করেছে কে বা কারা।
রোববার (২০ আগস্ট) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়ারা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন কিবরিয়া।
নিহত গোলাম কিবরিয়া ভাটপাড়া কবরস্থান রোডের মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি সাভার রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষক ছিলেন।
চিরকুটের লেখাটি প্রকাশের অযোগ্য। তবে সেটির একটি চিত্র বাংলানিউজের কাছে রয়েছে।
স্থানীয়রা জানায়, কর্মজীবন শেষে তিনি নিজ বাড়িতে প্রাইভেট পড়াতেন গোলাম কিবরিয়া। তিনি একাই ওই বাসায় থাকতেন। রোববার দুপুরে স্থানীয়রা তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে এগিয়ে যান। ঘরের বিছানায় কিবরিয়ার মরদেহ শায়িত অবস্থায় ছিল। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডির ঢাকার টিম আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ২০ আগস্ট, ২০২৩
এসএফ/এমজে