ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সকালে ছাদে মিলল ঝুলন্ত মরদেহ, স্বজনদের দাবিতে নামানো হলো বিকেলে  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
সকালে ছাদে মিলল ঝুলন্ত মরদেহ, স্বজনদের দাবিতে নামানো হলো বিকেলে  

ঢাকা: রাজধানীর মতিঝিলের গোপীবাগে একটি বাসার ছাদ থেকে হাসান (৪০) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও পরিবারের অনুরোধে বিকেল পর্যন্ত অপেক্ষা করে এরপর ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি নামায় পুলিশ।

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে গোপীবাগ ১ম লেনের ১১/৩ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলার ছাদে গিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তিকে। ছাদে একটি টিনের চালার এঙ্গেলের সঙ্গে রশি পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন।  

তিনি জানান, ওই ব্যক্তি বাড়িটিতে ২০-২২ বছর ধরে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার ফজরের নামাজের পর যেকোনো সময় তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সকালেই বিষয়টি তার স্ত্রী ও পরিবারকে ফোনে জানালে তারা মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে না নামাতে অনুরোধ করে। তারা গ্রাম থেকে এসে মরদেহ দেখবে, এরপর যেন মরদেহ নামানো হয় সেই দাবি করেন। সেই অনুযায়ী বিকেল পর্যন্ত পর্যন্ত ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়নি। বিকেল সাড়ে ৫টার দিকে তার স্ত্রীসহ স্বজনরা ঘটনাস্থলে এসে পৌঁছালে এরপর মরদেহ নামানো হয়।

এদিকে মৃতের ভাতিজা মো. রতন মিয়া জানান, তাদের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার বোররচর বার্তিপাড়া গ্রামে। হাসানের বাবার নাম মৃত নুর ইসলাম। ১ ছেলে, ১ মেয়েসহ তার স্ত্রী নুর নাহার গ্রামের বাড়িতে থাকেন। শনিবার রাতেও স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এরপর হঠাৎ কেন এমন কাজ করবেন, তা তাদের বোধগম্য হচ্ছে না বলে জানান। তার মৃত্যুর বিষয়ে সন্দেহপোষণ করেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।