মানিকগঞ্জ: জেলার সদর উপজেলায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকালের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া এলাকার আ. কাদেরের ছেলে দুলাল মিয়া (২৯) ও বাঘুটিয়া এলাকার মৃত আকমত মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর রিপন নাগ অভিযান পরিচালনা করে। পৌর এলাকার বেউথা মোড় সংলগ্ন দয়াল ভরসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুলাল মিয়াকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
অন্য একটি অভিযানে সদর উপজেলার বারইল বাজার জামে মসজিদের সামনে থেকে মোশারফ হোসেনকে ২০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।
পৃথক দুটি অভিযানে জব্দ করা মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য আট লাখ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। নতুন করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসআইএ