ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইনসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইনসহ আটক ৬

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণে ইয়াবা ও হেরোইনসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) ভোর রাত থেকে সকাল ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও সুমিলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট ও তিন হাজার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

আটকরা হলেন মো. মজিবর রহমান (৫০), মো. বিল্লাল (২৫), আক্তার ওরফে কনক আক্তার (৪৩), মো. রিয়েল (২২), মো. জলিল (২৮) ও বাবু (২২)।

ওসি আরও জানান, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একটি বিশাল চক্র রয়েছে। এ চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।