কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলায় ২২২ বোতল ফেনসিডিলসহ স্কুলের অফিস সহকারীকে আটক করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান।
আটক মনোয়ার হোসেন মুন্না (২৫) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন) হিসেবে কর্মরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাড়ি ভেতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মুন্নাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, পরে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে সোমবার আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এখলাছুর রহমান জানান, ফেনসিডিলসহ আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসআইএ