ঢাকা: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে মনোনীত হয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
পাশাপাশি দলটির উচ্চ পরিষদ সদস্য ও ভাইস চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে মিডিয়া সেল সদস্য আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ৩ (ঝ) ধারা মোতাবেক এই নিয়োগ প্রদান করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্বরত হুমায়ুন পারভেজ খানকে দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ১ (ঙ) এবং (ছ) ধারা মোতাবেক দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে উচ্চ পরিষদ সদস্য হিসাবে মনোনীত করা হয়। ফলে মোমিনুল আমিনকে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নিয়োগ দিয়েছেন ববি হাজ্জাজ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ১ (ছ) ধারা মোতাবেক ফারুক চৌধুরীকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ থেকেই এসব নিয়োগ কার্যকর হবে বলে দলীয় সিদ্ধান্তে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ইএসএস/এমএম