ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

ঢাকা: ফরিদপুরের সদরপুর এলাকার আলোচিত গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চুন্নু মাতুব্বরকে (৫৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২১ আগস্ট) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রোববার (২০ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কালিয়ারচর পূর্ববাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি ১১ বছর ধরে পলাতক জীবনযাপন করছিলেন।  

তিনি আরও জানান, চুন্নু মাতুব্বর ফরিদপুরের সদরপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চুন্নু এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বলে জানা যায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।