ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাশার (৩৬) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এজেডএস/আরবি