ঢাকা: বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী বলে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদ বলেছেন, বিএনপির অনৈতিক কার্যক্রমের জন্যই তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল হয়েছে।
সোমবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সংসদ ভেঙে দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
এই সমাবেশ আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
ডা. এম এ সামাদ বলেন, ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি ২০০৭ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করেছিলেন। তার প্রেক্ষিতে বাংলার জনগণ লগি-বৈঠা হাতে নিয়েছিল। দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। আমরাও সেই আন্দোলনে ছিলাম লগি-বৈঠা দিয়ে পিটিয়ে বেগম জিয়া সরকারকে বিদায় করা হয়েছিল। এই কারণেই দেশে ওয়ান এলিভেন এসেছিল।
বিএনপির এই অনৈতিক কার্যক্রমের জন্যই আজকের সরকার তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করতে পেরেছে। আর এখন এটা একটা সিন্ডিকেট, ফ্যাসিবাদী, লুটপাট, মাফিয়াদের সরকারে পরিনত হয়েছে।
তিনি আরও বলেন, জাপান, চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ সবার খেলার ময়দান এখন বাংলাদেশ। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাইরের কোন পরাশক্তির হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারিনা, পারব না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য শামসুল হক সরকার, তালেবুর ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ইএসএস/এমএম