ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাবির হলে ছাত্রের ‘আত্মহত্যা’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ঢাবির হলে ছাত্রের ‘আত্মহত্যা’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): মনজুরুল ইসলাম নামে প্রতিষ্ঠানের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের এক ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার মধ্যে স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষে মনজুরুল আত্মহননের ঘটনা ঘটিয়েছেন বলে হল সংশ্লিষ্টরা ধারণা করছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন। বাংলানিউজকে তিনি বলেন, নিহত ছাত্রের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

স্যার সলিমুল্লাহ মুসলিম হলের বসবাসরত আরেক শিক্ষার্থী মুকুল মুর্শেদ এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন- ওর নাম শেখ মঞ্জু। প্রথম বর্ষে পরিচয়। বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমদিকে তাকে সদা হাস্যোজ্জ্বল মনে হলেও হুট করেই চেহারায় পরিবর্তন আসে। এইতো কিছুদিন আগেও টিভি রুমে এসে প্রতিনিয়ত টেবিল টেনিস খেলতো। টিভি রুমে কেউ থাকুক আর না থাকুক মঞ্জুকে ঠিকই পাওয়া যেত। কিন্তু হুট করেই মঞ্জুকে চুপচাপ আর একা একা চলতে দেখেছি। যদিও টিভি রুমে আমার তেমন যাওয়া পড়ে না, এরপরও যখন যেতাম তাকে কমই পেতাম। মঞ্জু আজ নিজের রুমেই আ-ত্ম-হ-ত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা আগস্ট ২১, ২০২৩
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।