বগুড়া: বগুড়ার সদর উপজেলায় করতোয়া নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া সেই যুবকের পরিচয় মিলেছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইমসিন টিম মরদেহের পরিচয় নিশ্চিত করেন বলে জনিয়েছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা।
উদ্ধার হওয়া মৃত যুবকের নাম মো. আবু হানজেলা (২২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চেলোপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় মরদেহ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সুজন মিঞা জানান, হানজেলা গত সোমবার (১৪ আগস্ট) থেকে নিখোঁজ ছিল। তিনি মাদকাসক্ত ছিল এবং মানসিক সমস্যায় ভুগছিল। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
কেইউএ/এএটি