বরিশাল: সংবাদ প্রকাশের জের ধরে অনলাইন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে বরগুনার বামনা উপজেলা যুবলীগের সভাপতি।
বুধবার (২৩ আগস্ট) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে নালিশী অভিযোগ দেন তিনি।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক নালিশী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বামনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।
মামলার বাদী সাইফুল ইসলাম সরোয়ার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। তিনি বামনা উপজেলা যুবলীগের সভাপতি।
বিবাদীরা হলেন- অনলাইন পত্রিকার দৈনিক সাগরকুল এর প্রকাশক ও সম্পাদক নেছারউদ্দিন এবং বার্তা সম্পাদক মাহমুদুল হাসান আসিফ।
নালিশীর বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাকন জানান, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, সৈনিক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু যুবলীগ নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য তার অনুমতি ছাড়া ছবি এবং তথ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ করে। পরে বিবাদী নেছারউদ্দিন তার ফেসবুক আইডিতে লিংক পোস্ট দেয়। এ সংবাদটি তার দৈনিক সাগরকুল অনলাইন পত্রিকায় দেয়। ওই অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক আসিফ সংবাদ শেয়ার করেন। স্থানীয় মানুষ ওই সংবাদ পড়ায় যুবলীগ নেতা ও তার পরিবারের স্বাভাবিক জীবনে প্রভাব পড়েছে। যুবলীগ নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার ভূমিকা রেখেছে। দুই বিবাদী পরস্পর যোগসাজসে দৈনিক সাগরকুল পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশনা করেন।
এ বিষয়ে সাংবাদিক মো. নেছারউদ্দিন বলেন, ঘটনার সময় যুবলীগ নেতার হামলার শিকার সৈনিক লীগের নেতার ভিডিও বক্তব্য ও ঘটনাস্থলের ছবি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়েছে। কিন্তু সেখানে শুধু তার বিরুদ্ধে কেন মামলা করেছে বিষয়টি তার বোধগম্য নয় বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমএস/আরআইএস