খুলনা: বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তিন দিনের সফরে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রধান বিচারপতি সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা সার্কিট হাউসে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ও দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন।
তিনি আগামী শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ও দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন।
প্রধান বিচারপতি আগামী শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে সাতক্ষীরা ছাড়বেন।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমআরএম/আরবি