ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছবি: সংগৃহীত

খুলনা: যশোর সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতিতে একটি তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, খুলনা থেকে তেলবাহী একটি ওয়াগান পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এলে ওয়াগানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান এসেছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।