ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সচিবালয়-জিরো পয়েন্ট এলাকায় জনদুর্ভোগ

সিনিয়র ফটো করসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
সচিবালয়-জিরো পয়েন্ট এলাকায়  জনদুর্ভোগ রাজধানীর সচিবালয়-জিরো পয়েন্ট এলাকা থেকে ছবিটি তুলেছেন জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এলাকা জিরো পয়েন্ট। পাশেই প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়।

সচিবালয় কেন্দ্রিক নানান কাজের জন্য হাজারো মানুষ প্রতিদিন এই এলাকায়  আসেন।

পাশেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এর দুই পাশে মার্কেট। তাই নিত্য জনসমাগম। দক্ষিণ অঞ্চলকে সংযোগকারী পদ্মাসেতু মুখী যানবাহনের কারণে এই এলাকায় জনসমাগম এবং যানজট বেড়েছে কয়েকগুণ।

রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে ছবিটি তুলেছেন জি এম মুজিবুর

তার ওপর রাস্তার পাশে অবৈধ পার্কিং, ভ্যানে কেনাবেচা আর ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য জনভোগান্তির মাত্রা অসহনীয় করে তুলেছে।  

এই পথে নিয়মিত চলাচলকারী মো. রেজাউল করিম বাংলা নিউজকে বলেন আমি ঢাকা মেডিকেলে চাকরি করি প্রতিদিন আমাকে সিএনজি করে এই রোড দিয়েই যেতে হয়, এক মিনিটের রাস্তা পার হতে অনেক সময় ২০ থেকে ২৫ মিনিট সময় লেগে যায়। শুধু এই অবৈধ গাড়ি পার্কিং করার কারণে। বাংলাদেশ সচিবালায়ের সামনের প্রধান সড়কটার যদি এই অবস্থা হয় তাহলে আর কি বলার আছে।  

রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে ছবিটি তুলেছেন জি এম মুজিবুর

জিরো পয়েন্ট পার হয়ে মতিঝিলের দিকে যেতে বাম পাশের ফুটপাত তো দখল করেই আছে ব্যবসায়ীরা, রাজপথেও ভ্যান ও পিকআপে করে ব্যবসা করে যাচ্ছে।  

জিরো পয়েন্ট থেকে সদরঘাটের দিকে যেতে রাস্তার  দুই পাশেই ভ্যান ও ঝুড়ি করে নানা রকমের ফল ও কাপড় বিক্রি করছে, ফুটপাত তো আগে থেকেই হকারদের দখলেই আছে।  
এর কারণে সদরঘাটগামী যাত্রীদের সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে।  

রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে ছবিটি তুলেছেন জি এম মুজিবুর

ট্রাফিক মতিঝিল জোনের টি আই মোহাম্মদ ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন আমি অল্প দিন এখানে আসছি, এর আগের থেকে এখানে এভাবেই একটা লাইন পার্কিং করার নির্দেশ আছে বলে আমি জানি, কারণ মন্ত্রী ও সচিবদের গাড়ি থাকে। যতটুকু জেনেছি একটা লাইন পার্কিং করার অনুমোদন আছে। আর বাকি লেনে গাড়ি দাঁড়ালে আমরা তাদের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
জিএমএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।