মাদারীপুর: জেলায় দুই হাজার ৪১৫টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
রোববার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে জেলার সদর উপজেলার চর দক্ষিণপাড়া থেকে তাদের আটক করা হয়।
কারবারিরা অভিনব কায়দায় পেটের মধ্যে ইয়াবা বহন করছিলেন। আটকরা হলেন এলাকার মৃত জহির হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন (৪০) ও রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. বায়জিদকে (২৮)।
মঙ্গলবার (২৯ আগস্ট) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট (রোববার) একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।
আটকরা টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে ইয়াবার চালান মাদারীপুরে নিয়ে আসে। পরবর্তীতে তাদের মাদারীপুর সদরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের ভেতরে ইয়াবা সাদৃশ্য বস্তুর অস্তিত্বের প্রমাণ পায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরি চিকিৎসা সেবা দিলে একজন আসামির পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১টি পুটলি (ইয়াবার প্যাকেট) বের হয়। যার ভেতর থেকে দুই হাজার ৪১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের নিকট থেকে মাদকদ্রব্য কেনা-বেচার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মুহতাসিম রসুল জানান, ইয়াবাসহ তাদেরকে মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসআইএ