ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নান্দাইলে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
নান্দাইলে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে মুসল্লি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদরাসাশিক্ষক মো. সাইফুল ইসলাম (৩৭) ও মোছা. বৃষ্টি আক্তার (২০)।  

সাইফুল উপজেলার চপই দাখিল মাদরাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার বাসিন্দা। অন্যদিকে, নিহত বৃষ্টি নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের মো. আব্দুর রাশিদের মেয়ে।  

চপই মাদরাসার অধ্যক্ষ মো. হারুন-অর-রশিদ জানান, নিহত শিক্ষক নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে মাদরাসায় আসছিলেন। পথে ঘটনাস্থলে অটোরিকশাটিকে বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্রুতগামী বাসটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।