রাজশাহী: রাজশাহীর সীমান্ত উপজেলা গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ ফরহাদ আলী (৩৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
আটক ফরহাদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-৫ এর সদর দপ্তরের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল শুক্রবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে গোদাগাড়ীর মহিশালবাড়ী এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ফরহাদ নামে এক যুবকের হেফাজত থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা। পরে তাকে জব্দকৃত হিরোইনসহ আটক করে র্যাব-৫ এর সদর দপ্তরে নেওয়া হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার নামে মাদকের আরও মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। তার নামে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসএস/আরবি