সিলেট: জেলার সীমান্ত এলাকা জাফলংয়ে পৃথক অভিযানে ২২৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকার ইছামতী নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি জব্দ করে টহল পুলিশ।
অপর এক অভিযানে ইউনিয়নের বুগইলকান্দি এলাকার আকবর ও আমির আলীর বসতঘর থেকে ৫০ কেজি ওজনের আরও ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
অভিযানকালে ওই এলাকার নুরুল আমিনের ছেলে সজিব মিয়া (২৫), হাবিব আলীর ছেলে আকবর আলী (৫০) ও তার সহোদর আমির আলী (৪২) পালিয়ে যান।
এদিকে, মধ্য জাফলং ইউনিয়ন রাধানগর বাজার থেকে মোটরসাইকেল যোগে চিনি পাচারকালে মো. মাহবুবুর রহমান (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি টিভিএস মোটরসাইকেল যোগে ৫০ কেজি ওজনের তিন বস্তা ভারতীয় চিনি পাচারকালে আটক হন।
সিলেটের জাফলং থানার মিডিয়া কর্মকর্তা (এসআই) জহিরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলসহ আটকের নামে এসআই পিন্টু সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতকদের বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এনইউ/এসআইএ