ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় আন্তর্জাতিক ছবি মেলার সমাপনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
খুলনায় আন্তর্জাতিক ছবি মেলার সমাপনী

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছবি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

দুই বাংলার চিত্রশিল্পীদের সমন্বয়ে মেলায় চিত্রশিল্পীরা তাদের স্ব স্ব দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রেম ও প্রকৃতি তাদের তুলির আচড়ে ফুটিয়ে তুলেছেন।

ভারত-বাংলাদেশের চিত্রশিল্পীদের সমন্বয়ে ‘অল বেঙ্গল আর্ট সোসাইটি’র উদ্যোগে এবং খুলনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয় ’৭১-এর ব্যবস্থাপনায় এ ছবি মেলার আয়োজন করা হয়।

বিজয় ’৭১-এর সভাপতি আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মেলায় ভিড় করেছিলেন ছবিপ্রেমী নানা শ্রেণি-পেশার শত শত মানুষ।

আন্তর্জাতিক ছবি মেলায় ভারত থেকে আসা চিত্রশিল্পী তারক নাথ দে বাংলানিউজকে বলেন, তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছবি মেলায় অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ব্যাপক সাড়া পেয়েছি। পেয়েছি এ দেশের মানুষের অনেক ভালোবাসা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।