লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
সাজাপ্রাপ্তরা হলেন, রংপুর শহরের মেডিকেল পূর্বগেট এলাকার শাহজাহান আলীর ছেলে রিয়াদুস সালেহীন (২৭), একই শহরের মুলাটোল এলাকার আব্দুল্ল্যার ছেলে জাহিদ হাসান সোহান (২৬) ও মেডিকেল পাকার মাথা এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে ফারহাদ হোসেন (২৫)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গ্রাম বোতলা এলাকার একটি ধানক্ষেতে বসে ফেনসিডিল সেবন করছিলেন তিন যুবক। এমন একটি গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে হাতে-নাতে তিন যুবককে আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় আটককৃতরা রংপুর থেকে মাদক সেবনের জন্য চন্দ্রপুর বোতলা গ্রামে এসেছিল এবং মাদক সেবনের দায় স্বীকার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ইমতিয়াজ কবির।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এএটি